বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং গত বছর 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ ভারতে Galaxy A15 5G ফোনটি লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানি মার্কেটে এই মোবাইলের একটি আপগ্রেড ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যা Galaxy A16 5G নামে প্রবেশ করবে।
Samsung Galaxy A16 ফোনটি মডেল নম্বর SM-A166B সহ লিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। এটি একটি 5G ফোন যা মিড বাজেটে লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী Galaxy A16 5G ফোনের দাম হবে প্রায় 200 ইউরো। ভারতীয় মূল্য অনুযায়ী এই ফোনটি প্রায় 17,999 টাকা দামে লঞ্চ হবে। Samsung Galaxy A15 5G ফোনটি ভারতে 19,499 টাকা প্রারম্ভিক দামে লঞ্চ করা হয়েছিল।
দাম ও স্পেসিফিকেশন : Samsung Galaxy A15 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি 17,999 টাকা দামে এবং এর 8GB + 128GB ভেরিয়েন্টটি 19,499 টাকা দামে কেনা যাবে। ডিসপ্লে: এই মিড বাজেট 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 800 নিটস পীক ব্রাইটনেস এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট যোগ করা হয়েছে। স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: Samsung Galaxy A15 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: অপ্বের ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যান্য: Samsung Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ওয়ানইউআইতে কাজ করে। কোম্পানি এই ফোনে আগামী দিনেও সিকিউরিটি ও অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলে জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।