Galaxy A26 5G : মিড বাজেট রেঞ্জে আসতে চলেছে এই স্মার্টফোন

Galaxy A26 5G

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতে বাজারে Samsung তাদের একটি নতুন 5জি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় বিআইএস সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। BIS সাইটে মিড বাজেট রেঞ্জে Galaxy A26 5G ফোনটি দেখা গেছে। 2023 সালের ডিসেম্বর মাসে Galaxy A25 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার এক বছরের বেশি সময় পর নেক্সট জেনারেশনের ফোন আসতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Samsung Galaxy A26 5G ফোনটির স্পেসিফিকেশন এবং লিক ডিটেইলস সম্পর্কে।

Galaxy A26 5G

Samsung Galaxy A26 5G এর সার্টিফিকেশন ডিটেইলস
বিআইএস সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A26 5G ফোনটি SM-A266B/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
এই মডেল নাম্বারের শেষে ‘B’ রয়েছে অর্থাৎ ভারতীয় মডেল এবং ‘DS’ রয়েছে অর্থাৎ ডুয়েল সিম সাপোর্ট করবে।
জানিয়ে রাখি বিআইএস সাইট ছাড়াও Bluetooth SIG সাইটেও ফোনটি লিস্টেড হয়েছে।
এই সার্টিফিকেশন সাইটে SM-A266U, SM-A266U1 এবং SM-A266V মডেল নাম্বার দেখা গেছে।

Samsung Galaxy A26 5G এর স্পেসিফিকেশন (লিক)
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A26 5G ফোনটি Exynos 2400e প্রসেসর সহ লঞ্চ করবে। এই ফোনটিতে 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন থাকবে। সার্টিফিকেশন সাইট অনুযায়ী ফোনটি লেতেস্ট Android 15 সহ লঞ্চ করা হবে।

Samsung Galaxy A26 5G ফোনটিতে 6.64 ইঞ্চির বা 6.7 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হবে। এই FHD+ স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। লিক অনুযায়ী স্যামসাঙ ফোনটি 4,565mAh ব্যাটারি সহ পেশ করা হবে। এই ফোনের ডায়মেনশন 164 x 77.5 x 7.7এমএম এবং ওজন 209 গ্রাম হবে।

Samsung Galaxy A25 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে
Samsung Galaxy A25 5G ফোনটি 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ওয়াটার ড্রপ নচ 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 1000 নিটস ব্রাইটনেস এবং সুপার এমোলেড প্যানেল রয়েছে।

প্রসেসর
এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ও ওয়ানইউআই এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্যামসাঙের নিজস্ব এক্সিনস 1280 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

ক্যামেরা
Samsung Galaxy A25 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ওআইএস ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ক্যামেরা কেনার আগে যে ১০ বিষয় মাথায় রাখবেন

ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।