বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাজারে দুর্দান্ত একটি ফোন নিয়ে এল স্যামসাং (Samsung)। টেক জায়েন্টটির লেটেস্ট হ্যান্ডসেটের নাম স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি (Galaxy A73 5G)। গ্যালাক্সি এ সিরিজ়ের এই লেটেস্ট ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা (108MP Camera), অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। পাশাপাশি এই ফোনের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল, ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট এই গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনটি আইপি৬৭ রেটিং পেয়েছে। ফোনটির দাম, ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
দাম ও স্পেসিফিকেশন
গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনটির দাম সম্পর্কে স্যামসাংয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে তথ্য অনুযায়ী ফোনটির মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – অওসাম গ্রে, অওসাম মিন্ট এবং অওসাম হোয়াইট। ৫জি এনাবলড এই স্মার্টফোনের মোট দুটি ভ্যারিয়েন্ট থাকছে – ৮জিবি ও ১২৮জিবি এবং ৮জিবি ও ২৫৬জিবি।
ফিচার
স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০x২৪০০ পিক্সেলস। এই ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা সুরক্ষিত থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৫ দ্বারা। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ৪.১ অপারেটিং সিস্টেমের সাহায্যে। পারফর্ম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, যা পেয়ার করা থাকছে ৮জিবি পর্যন্ত র্যামের সঙ্গে। মোট দুটি স্টোরেজ অপশন রয়েছে এই ফোনের – ১২৮জিবি ও ২৫৬জিবি। এছাড়াও ফোনটির স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি স্মার্টফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং আর একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা ২৫ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
মাত্র ৫ লাখ টাকায় ৭ সিটার গাড়ি, দেখুন সস্তায় কিছু গাড়ির তালিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।