যদি আপনি samsung galaxy s23 লাইন আপের স্মার্টফোন ক্রয় করতে চান তাহলে অনেক কালারের ভ্যারিয়েন্ট দেখে আপনি চমকে যেতে পারেন। শুধুমাত্র এটির স্ট্যান্ডার্ড ভার্সনের চারটি কালারের ভেরিয়েন্ট রয়েছে । পাশাপাশি দুইটি এক্সক্লুসিভ কালারের ভেরিয়েন্ট রয়েছে যা আপনি চয়েস করতে পারেন।
স্মার্টফোনটির ব্ল্যাক কালারের অপশনটি আপনার চোখে আরামদায়ক মনে হবে। এ কালারটি নান্দনিকতার অনুভূতি সৃষ্টি করে। স্মার্টফোনটির সাদা কালারের ভেরিয়েন্টকে ’ক্রিম’ নামে অভিহিত করা হয়েছে। যদিও এটি পুরোপুরি সাদা নয়। তবে যারা শতভাগ সাদা কালার পছন্দ করেন তাদের একটু হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
samsung galaxy স্মার্টফোনের ল্যাভেন্ডার কালারটি আপনার কাছে বেশ আকর্ষণীয় মনে হতে পারে। এটি আপনার কাছে পুরোপুরি গোলাপি কালারের ফিল দিবে না। কালারটি বেশ সফট এবং সুন্দর হওয়ায় অনেকের কাছে ভালো লাগাটাই স্বাভাবিক।
হ্যান্ডসেটের সবুজ কালারের ভেরিয়েন্ট দেখে আপনার মনে হবে যে, এটি পুরোপুরি সবুজ নয়। অলিভ কালারের ভেরিয়েন্ট বললে সবথেকে পারফেক্ট হবে। samsung এর ডিভাইসের কালার ভেরিয়েন্টের স্মার্টফোন দেখলে আপনার বাতাবি লেবুর কথা মনে পড়ে যাবে। এখানে অনেক বেশি ব্রাইট স্টাইলের কালার ব্যবহার করা হয়নি। এর ফলে চোখে আরামদায়ক অনুভূতির সৃষ্টি হয়। তবে আপনার যদি গারো সবুজ রং এর ভেরিয়েন্ট পছন্দ হয়ে থাকে তাহলে কিছুটা হতাশ হতে পারেন। কেননা এ কালারের কোন ভেরিয়েন্ট স্যামসাংয়ের ডিভাইসে রাখা হয়নি।
samsung ব্যবহারকারীদের পছন্দের কথা বিবেচনা করে একাধিক কালারের ভেরিয়েন্ট অপশন হিসেবে রেখেছে। কাজেই মার্কেটে samsung galaxy s23 লাইনের স্মার্টফোন ক্রয় করার সময় আপনার সবথেকে পছন্দের কালারটি চয়েস করতে ভুলে যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।