২০০৩ সালের অক্টোবরের দিকে samsung galaxy s23 fe মোবাইলটি বিশ্বব্যাপী বাজারে রিলিজ পেতে পারে। ডিভাইসটির প্রসেসর সব রেজিওনে এক না থাকার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তবে বাকি ইন্টারনাল পার্টস সব রেজিওনে একই থাকবে বলে মনে হচ্ছে।
সামনে samsung galaxy unpacked 2023 ইভেন্ট আয়োজিত হতে যাচ্ছে। এই ইভেন্টে samsung এর পরবর্তী জেনারেশনের ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে তথ্য দেওয়া হবে। রিউমর অনুযায়ী স্যামসাং একই সাথে গ্যালাক্সি s23 fe মডেলের স্মার্টফোন নিয়ে কাজ করছে।
যারা অধিক অর্থ খরচ করে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্রয় করতে পারবেন না তাদের জন্য অপশন রাখতে চায় স্যামসাং। এজন্য মাঝারি বাজেটে samsung galaxy s23 fe আপনার জন্য বেটার অপশন হতে পারে।
তবে এই স্মার্টফোনটি পরবর্তী ২০২৩ galaxy unpacked ইভেন্টে লঞ্চ করা হবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। পরবর্তী সময় হয়তো সাউথ কোরিয়ান কোম্পানিটি প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা দিয়ে দিতে পারে।
তবে এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। রিমোর অনুযায়ী চিপসেট ব্যতীত রেজিওন ভেদে আর কোন পার্থক্য থাকার কথা নয়। কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটের পরিবর্তে স্যামসাং এর নিজস্ব জায়নোস ২২০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে।
গিগবেঞ্চ ব্রাউজারের তালিকায় galaxy s23 fe এর চিপসেট নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। তবে সেখানে স্ন্যাপড্রাগন এইট জেন চিপসেটের কথা উল্লেখ করা হয়েছে। ডিভাইসটিতে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, বেটার ক্যামেরা ডিপার্টমেন্টের ফিচার যোগ করা হবে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইন্সটল করা থাকতে পারে। স্মার্টফোনটির ৬ জিবি বা ৮ জিবি র্যামের ভ্যারয়েন্ট বাজারে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।