Samsung Galaxy S23 আল্ট্রা স্মার্টফোনকে জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে তুলনা করা যেতে পারে। স্মার্টফোনটিকে সকল ক্যামেরা ফোনের রাজা বললেও ভুল হবে না। কেননা ক্যামেরার ক্ষেত্রে প্রশংসা করার মতো ফর্মুলা তারা তৈরি করতে সক্ষম হয়েছে। একইভাবে পেপ গার্দিওয়ালার পরিকল্পনা অনুযায়ী ম্যানচেস্টার সিটি সফলতার চূড়ান্ত পর্যায়ে পা দিতে সক্ষম হয়েছে।
Samsung এর হ্যান্ডসেটকে আপনি ক্যামেরা ফোনের কমপ্লিট প্যাকেজ হিসেবে অভিহিত করতে পারেন। Samsung প্রথমবারের মতো তাদের কোন ডিভাইসে ২০০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর ব্যবহার করেছে।
পাশাপাশি এ মোবাইলে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। এখানে ডুয়েল দশ মেগাপিক্সেল লেন্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ডিভাইসটির সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইনস্টল করা হয়েছে।
রাতের বেলায় লো-লাইট ফটোগ্রাফিতে মোবাইলটির ক্যামেরা দুর্দান্ত পারফর্ম করছে। তার মানে আপনি ঘন অন্ধকারেও হাই কোয়ালিটি ইমেজ পেয়ে যাবেন। জনপ্রিয় সামাজিক অ্যাপ্লিকেশন টিকটক এবং স্ন্যাপচ্যাট এর জন্য বিল্ট-ইন ফাংশনালিটি এর ব্যবস্থা করেছে স্যামসাং।
এর ফলে আপনি যেকোনো সামাজিক মাধ্যমে হাই-রেজুলেশন বজায় রেখে ভিডিও এবং ফটো আপলোড করতে পারবেন। Samsung Galaxy S23 আলট্রা স্মার্টফোনের স্ট্যাবিলাইজেশন সিস্টেম শতভাগ নিখুঁতভাবে কাজ করছে।
ফিল্ম তৈরি করার সময় আপনার হাত কাঁপলে স্ট্যাবিলাইজেশন সিস্টেমের মাধ্যমে তা ঠিক করে দেয়া হবে। ভিডিওগ্রাফির জন্য আদর্শ পরিবেশ না থাকলেও মোবাইলটির ক্যামেরা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সম্ভব।
Samsung হ্যান্ডসেট অ্যালুমিনিয়াম এবং গরিলা গ্লাস দ্বারা তৈরি করা হয়েছে। রিসাইকেল ম্যাটেরিয়াল দ্বারা ফোনটির ভলিউম বাটন, সিম কার্ড ট্রে এবং ওয়ারলেস এন্টেনা তৈরি করা হয়েছে।
Samsung মোবাইলটির মাধ্যমে আপনি একটি ফিল্ম তৈরি করে ফেলতে পারবেন। গেমিং সহ দৈনন্দিন জীবনের সকল কাজের সঙ্গী হতে প্রস্তুত এ মোবাইলটি। অ্যাপলের আইফোন ১৪ প্রো হ্যান্ডসেটের সবথেকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হচ্ছে Samsung Galaxy S23 স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।