এ বছরের ডিসেম্বরে বাজারে আসতে যাচ্ছে ভিভো এক্স ৯০ সিরিজের স্মার্টফোন। পাশাপাশি ভিভোর ভি-টু ইমেজ সিগনাল প্রসেসিং চিপসেট অক্টোবরের ২৪ তারিখে উন্মোচিত হতে যাচ্ছে। ভিভোর নতুন সিরিজে তিনটি স্মার্টফোন এর কথা উল্লেখ করা হয়েছে।
ভিভো এর আগের সিরিজে ভি-ওয়ান ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। কোম্পানির নতুন ইমেজ প্রসেসর এক্স৯০ সিরিজের স্মার্টফোনে ব্যবহার করা হবে। আইফোন ১৪ সিরিজ, গুগল পিক্সেল, বাজারে আসতে যাওয়া xiaomi এবং oppo ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দিতা করবে ভিভো এর নতুন সিরিজের স্মার্টফোন।
এই স্মার্টফোনে কল কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার হতে পারে। তা না হলে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯২০০ চিপসেট ব্যবহার করা হবে। সিরিজের সবথেকে জনপ্রিয় হ্যান্ডসেট হতে চাচ্ছে এক্স৯০ প্রো প্লাস হ্যান্ডসেট। এটির ডিসপ্লের সাইজ হতে পারে ৬.৫৬ ইঞ্চি। ১২ জিবি র্যাম ইন্সটল করা থাকবে এবং সাথে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ পেয়ে যাবেন।
সম্প্রতিএকটি নিউজ রিপোর্টে ভিভো এক্স৯০ সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ভিভো এই স্মার্টফোনের পাশাপাশি আরও দুটি মডেলের হ্যান্ডসেট একই সময়ে রিলিজ করতে যাচ্ছে। এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে এ স্মার্টফোনে।
ভিভো মূলত তাদের ক্যামেরা সেকশনে নতুন ইনোভেশন নিয়ে আসতে আগ্রহী। এ হ্যান্ডসেটের ফটোগ্রাফি ফিচার আপনাকে মুগ্ধ করবে। 64 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আলট্রা-ওয়াইড লেন্স ইন্সটল করা থাকবে।
এটি samsung এর E6 Amoled প্যানেলের ডিসপ্লে ব্যবহার করবে। আবার এখানে এলপিডিআর ফাইভ প্রযুক্তির র্যাম টেকনোলোজি ইনস্টল করা থাকবে। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকছে যা ৫ গুণ অপটিক্যাল জুম করতে সাহায্য করবে।
প্রযুক্তিপ্রেমীরা আশা করছেন যে X90 Pro Plus স্মার্টফোনের টেলিফটো ক্যামেরা গ্যালাক্সি এস ২২ আলট্রাকে টেক্কা দিতে সক্ষম। ৫০০০ মেগাহার্জের ব্যাটারির সাথে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া থাকবে।
মনে হচ্ছে স্যামসাংয়ের s22 ultra এবং s23 ultra স্মার্টফোনের টেলিফোটো ক্যামেরা একই থাকবে। ক্যামেরা সেকশনে তেমন কোন উন্নতি আসবে না। সেক্ষেত্রের ভিভো এর ডিভাইসটির ক্যামেরা সেকশন samsung থেকে অনেক দূরে এগিয়ে থাকবে।
স্মার্টফোনটির দাম হতে পারে আরো অনেক ৭০ হাজার রুপি এবং ৮৭ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।