যখন জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড লিমিটেড এডিশনের মোবাইল ফোন মার্কেটে রিুলিজ করে তখন তা নিয়ে ব্যবহারকারীদের আলাদা আগ্রহ থাকে। বিশেষ করে এসব স্মার্টফোনের ডিজাইন বেশ ইউনিক হয়ে থাকে। প্রথাগত পদ্ধতি মেনে একই ডিজাইনার স্মার্টফোন মার্কেটে দেখে যেন ব্যবহারকারীর বিরক্ত না হন তার জন্য লিমিটেড এডিশনের ফোন আলাদা আগ্রহের জায়গা তৈরি করে।
এবার Samsung ও BMW এর লোগো এবং থিম ব্র্যান্ড করা থাকবে এরকম ইউনিক ডিজাইনের গ্যালাক্সি এস২৩ আলট্রা লিমিটেড এডিশনের ফোন মার্কেটে আসতে যাচ্ছে। নতুন স্মার্টফোন তৈরি করার জন্য Samsung এবং BMW এর মধ্যে চুক্তি হয়েছে।
এই স্মার্টফোনটির নাম হবে Galaxy S23 Ultra BMW M Edition। গাড়ি নির্মাতা কোম্পানিটির M3 E30 মডেলের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে। BMW এর লোগো মোবাইলে ব্যবহার করা হবে।
যারা একই সাথে BMW এবং Samsung এর ভক্ত তাদের জন্য স্মার্টফোনটি উপযুক্ত হবে। বিএমডব্লিউকে সাপোর্ট করে এরকম কিছু ফিচারাইজড থিম Samsung এর ফোনে ইন্সটল করা থাকবে।
স্মার্টফোনের সাথে আপনাকে একটি ছোট বক্স দেওয়া হবে যেখানে লিমিটেড এডিশনের কয়েকটি আইটেম যোগ করা হবে। যেমন চাবির রিং যেখানে ৬ ধরনের BMW প্রতীক পেইন্ট করা আছে।
তবে খারাপ খবর হচ্ছে লিমিটেড এডিশনের স্মার্টফোনটির মাত্র 1000 ইউনিট উৎপাদন করা হবে। এটি বিশ্বব্যাপী রিলিজ না হয়ে সাউথ কোরিয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে। নতুন স্মার্টফোনের দাম হবে 1 লক্ষ 15 হাজার রুপি এবং 1 লক্ষ 40 হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।