Galaxy S25 Edge : ২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং

Galaxy S25 Edge

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ২০০ মেগাপিক্সেল ক্যামেরার পাতলা ফোন আনছে। যার মডেল গ্যালাক্সি এস২৫ এজ। এই ফোনে চমকপ্রদ কিছু ফিচার রয়েছে।

Galaxy S25 Edge

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মাত্র ৫.৮৪ মিমি পুরুত্বের সঙ্গে আসছে, যা এটিকে স্যামসাং-এর সবচেয়ে পাতলা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে একটি করে তুলেছে।

এই ফোনটির পুরুত্ব হবে ১৫৮.২x৭৫.x৫.৮৪ মিমি ডাইমেনশন হবে বলে ধারণা করা হচ্ছিল। যদিও ফোনের পাতলা ডিজাইনের কারণে, এর ক্যামেরা বাম্পের উচ্চতা ১০ মিমি পর্যন্ত পৌঁছতে পারে। তবে, স্যামসাং এক অভিনব ডিজাইন কৌশল অবলম্বন করেছে, যেখানে লম্বা ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে, যা ক্যামেরা বাম্পকে কম দৃশ্যমান করে তুলবে।

লিক অনুযায়ী, গ্যালাক্সি এস২৫ এজের ক্যামেরা বিভাগেও বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। ফোনটিতে ২০০ মেগাপিক্সেল এইচপি ২ প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। তবে, এই মডেলে কোনো ডেডিকেটেড টেলিফটো ক্যামেরা থাকবে না। স্যামসাং মনে করছে যে ২০০ মেগাপিক্সেলের এইচপি২ সেন্সরের মাধ্যমেই সব ধরনের জুম ফিচার পরিচালনা করা সম্ভব।

গ্যালাক্সি এস২৫ মডেলে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ২৬০০ নিটস পিক ব্রাইটনেসসহ এলটিপিও ওলিড ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ফ্রেম স্যামসাংয়ের আর্মার অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হবে এবং গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত থাকবে।

স্যামসাং এখনও পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের চিপসেট সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে মনে করা হচ্ছে যে এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ১২ জিবি র‌াম এবং ৫১২ জিবি স্টোরেজসহ আসতে পারে।

POCO X6 Neo : মিড-বাজেটের 5g স্মার্টফোন, থাকছে 108MP ক্যামেরা

এই ফোনটি চলবে ওয়ান ইউআই ৭ ভিত্তিক অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে। ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৩৯০০ এমএএইচ ব্যাটারি থাকছে। যা ২৫ ওয়াটের ওয়্যার্ড চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।