Galaxy Z Fold 4 কে Windows Phone বানিয়ে ছাড়লেন এক ইউটিউবার

Galaxy Z Fold 4

Samsung এর Galaxy Z Fold 4 এই মুহূর্তে বাজারের সবথেকে জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন। এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হচ্ছে। Mark Spurrell নামে এক ইউটিউবার এ ডিভাইসকে উইন্ডোজ ফোন হিসেবে ব্যবহার করে দেখিয়েছেন।

 

Galaxy Z Fold 4

বিষয়টি এরকম যে যখন আপনি ভাঁজ উন্মুক্ত করবেন তখন এটি windows ফোন হিসেবে কাজ করে। আপনি windows এর মত হোম স্ক্রিন, স্টার্ট মেনু ইত্যাদি দেখতে পারবেন। আবার যখন ভাঁজ বন্ধ করবেন তখন আপনি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেখতে পারবেন।

তিনি দুটি লঞ্চার পাশাপাশি ব্যবহার করে এ আইডিয়া এর বাস্তবায়ন করেছেন। একই ডিভাইসে তিনি দুটি লঞ্চার ব্যবহার করতে সক্ষম হয়েছেন। উইন্ডোজ ফোনের সিস্টেম বাস্তবায়নের ফলে এখন আপনি ফ্ল্যাগশিপ  প্রিমিয়াম ফোনটি দারুনভাবে ব্যবহার করতে পারবেন।

তিনি কোন উইন্ডোজ ফোনকে স্যামসাং ডিভাইস হিসেবে উপস্থাপন করেননি। এন্ড্রয়েডের মধ্যেই তিনি কাস্টমাইজ করা লঞ্চার ব্যবহার করেছেন। ভাঁজ খোলার সময় যেন এটা উইন্ডোজ ফোন হিসেবে দেখা যায় এজন্য Win-X লঞ্চার ব্যবহার করা হয়েছে।

I Turned My Z Fold 4 Into a Windows Phone :-)

যারা ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহার করেন না তারা হয়তো জানেন না একটি ডিভাইসে এভাবে দুটি লঞ্চের ব্যবহার করা যায় না। তবে তিনি Bixby রুটিন ব্যবহার করে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন।

পুরো সেটআপ শেষ করার পর এটি দেখতে হুবহু উইন্ডোজের মতই মনে হয়। এমনকি Windows এর অনেক ফিচার এখানে ব্যবহার করা যায়। পিসিতে যেমন কুইক নোটিফিকেশন প্যানেল, ডেস্কটপ আইকন থাকে এখানেও একই অপশন দেখতে পারবেন।

স্যামসাং স্মার্টফোন যারা ব্যবহার করেন তাদের অনেকেই এ ভিডিও দেখার পর চমকে উঠেছিলেন। কারণ এ ধরনের আইডিয়া সচরাচর পাওয়া খুব কঠিন। ভারতে স্মার্টফোনটির দাম ১ লাখ ২৭ হাজার রুপি ও বাংলাদেশে ১ লাখ ৫৪ হাজার টাকা।