Samsung Galaxy Z Fold 4 ডিভাইসটি মার্কেটে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। বেশ কিছু ইমপ্রুভমেন্ট থাকা সত্ত্বেও এটি পুরোপুরি নিখুঁত ছিল না। Samsung পরবর্তী সময়ে এটির পরবর্তী ভার্সন Galaxy Z Fold 5 ডিভাইসটি সবার সামনে উন্মোচন করবে। আগ্রহী ক্রেতারা যেসব ইমপ্রুভমেন্ট পরবর্তী স্মার্টফোনের দেখতে চায় তা আজকে আলোচনা করা হবে।
Samsung এর এ স্মার্টফোনে আরও বড় সাইজের ব্যাটারি দরকার। Galaxy Z Fold 4 ডিভাইসে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার ছিল। তবে বর্তমান সময়ে ২৫ ওয়াট যথেষ্ট নয়। ৪৫ ওয়াট বা তার বেশি থাকাটা যুক্তিসঙ্গত হবে।
এ ডিভাইসে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা আশা করা উচিত হবে না। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যথেষ্ট হলেও সাথে শক্তিশালী টেলিফটো এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স প্রয়োজন। ক্যামেরার জুম কোয়ালিটি এবং লো-লাইট ফটোগ্রাফি যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।
Samsung এর Z Fold 5 স্মার্টফোনে বিল্ট-ইন স্টাইলাস পেন এর সাপোর্ট প্রয়োজন। তবে এ ফিচারটি থাকবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। Galaxy Z Fold 4 ডিভাইসটি সাইজে বড় ছিল এবং ওজনে ভারি ছিল। আশা করা হচ্ছে পরবর্তী ফোনটি সাইজে একটু ছোট হবে এবং ওজনে হালকা হবে।
উদাহরণ হিসেবে Oppo Foldable স্মার্টফোনের ডিজাইনের কথা বলা যেতে পারে। ডিভাইসটির জন্য একটি নজরকাড়া ডিজাইনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছিল ব্র্যান্ডটি।
Galaxy Z Fold 4 স্মার্টফোনটির দাম ছিল ১৮০০ মার্কিন ডলার। অর্থাৎ এটি ছিল অনেক ব্যয়বহুল এবং অনেক আগ্রহী ক্রেতাদের সামর্থ্য এর বাইরে । অন্যদিকে অপো ফোনটির ডিজাইন স্যামসাং থেকে ভালো হওয়া সত্ত্বেও দাম ছিল বেশ কম। ক্রেতারা আশা করছে যে পরবর্তী স্মার্টফোনটির দাম কমিয়ে রাখা হবে। এ সমস্ত ফিচার যোগ করা হলে Samsung এর Galaxy Z Fold 5 মার্কেটে যথেষ্ট জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।