স্পোর্টস ডেস্ক : ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিব আল হাসানের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও তিনি সব ফরম্যাটে ব্যাটিং করতে পারবেন। আইসিসি অনুমোদিত সব ধরণের আসরে খেলতে পারবেন। লঙ্কা টি-১০ লিগে তার ব্যাটিং ঝড়ে ৬ উইকেটের বড় জয় পেল গল মারভেলস।
বুধবার (১৮ ডিসেম্বর) পাল্লেকেলেতে এলিমিনেটর ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন সাকিব। মাত্র ৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রান তুলে গলকে জিতিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। কোয়ালিফায়ার টুতে হাম্বানটোটা বাংলা টাইগার্সের মুখোমুখি হবে গল মারভেলস।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গল। জর্জ মুন্সের ফিফটিতে ৪ উইকেটে ১২০ রানের সংগ্রহ পায় ক্যান্ডি। এই স্কটিশ ক্রিকেটার মাত্র ২৭ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন।
জবাব মারমুখী ছিলেন গলের ব্যাটাররা। মাত্র ৫ বলে ১৬ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। লাহিরু উদারার সঙ্গে জুটিতে দলকে জয়ের ভিত্তি গড়ে ভানুকা রাজাপক্ষে। এরপর ক্রিজে আসেন সাকিব। থিসারা পেরেরার করা ইনিংসের অষ্টম ওভারে ২১ রান তোলে গল। একাই তিন ছক্কা হাঁকান সাকিব।
ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকানোর পর ওভারের পঞ্চম বলে লং অন ও ষষ্ঠ বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে গলের জয়কে সহজ করেন টাইগার অলরাউন্ডার। পরের ওভারে জয়সুরিয়াকে টানা দুই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।