আন্তর্জাতিক ডেস্ক : বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকারকে নিয়ে বর্তমানে তোলপাড় নেটদুনিয়া। তার গাওয়া “কাচা বাদাম” গান এখন আট থেকে আশি প্রত্যেকের মুখে মুখে প্রায়। বাদাম বিক্রেতা প্রত্যন্ত গ্রামের এই প্রান্তিক মানুষটি আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়ে উঠেছেন একজন সেলিব্রিটি। তবে দিন কয়েক আগে কলকাতার এক নামজাদা ক্লাবের প্রেসমিটে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আর বাদাম বিক্রি না করার। সম্প্রতি সেই সিদ্ধান্তে অনড় থেকে বাদাম কাকু এবার যোগ দিলেন ট্রেনের গার্ড রূপে।
আজ্ঞে হ্যাঁ! ঠিকই শুনছেন সম্প্রতি “ডেলি ট্রাভেল হ্যাক” নামক একটি ইউটিউব প্রোফাইল থেকে ভাইরাল ভিডিওতে ভুবন বাদ্যকারকে দেখা গেল একজন কর্তব্যরত ট্রেনের গার্ড হিসাবে। ভিডিওটিতে তিনি সাদা ইউনিফর্ম পড়ে কর্তব্যরত অবস্থায় সিগন্যাল প্রদান করছেন, এমনটাই ক্যামেরাবন্দি হল এদিন। এমনকি যে জনৈক ব্যক্তি ভুবনকে ডিউটিরত অবস্থায় ভুবনকে লেন্সবন্দী করছিলেন সেই সময় ব্যাক্তিটির ক্যামেরার দিকে তাকিয়ে ভাইরাল সেই বাদাম কাকু একগাল হাসেনও বটে।
কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ বাদাম কাকু নিজের গানের দুনিয়া ছেড়ে হঠাৎ ভারতীয় রেলে যোগদান করলেন কিভাবে? আজ্ঞে, তার উত্তরটি হলো ভাইরাল ভিডিওটিতে যে ট্রেনের গার্ডটিকে দেখা যাচ্ছে তিনি আদতেও ভুবন বাদ্যকার নন। কিন্তু তার হাসি এবং অবয়ব সম্পূর্ণ মিল খায় বীরভূমের “কাচা বাদাম” খ্যাত ভুবন বাদ্যকারের সাথে। দেখতে হুবহু একই এই কর্তব্যরত ট্রেন গার্ডকে সেই কারণেই বাদমকাকুর সাথে গুলিয়ে ফেলেন নেটিজেনরা। তাই প্রথমে অবাক হলেও পরে অবশ্য ধোঁয়াশা কাটে।
দিন কয়েক আগে কলকাতার জনপ্রিয় পাব “সামহোয়্যার এলস”এ অনুষ্ঠিত “কাচা বাদাম নাইট”এ উপস্থিত ছিলেন ভুবন বাদ্যকারসহ টলিপাড়ার একাধিক সেলিব্রিটিরা। সেখানে নিজের গলায় স্বয়ংস্রষ্টা ভুবন বাদ্যকার কাঁচা বাদাম গান গেয়ে উঠতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন পাবে উপস্থিত আপামর জনগণ। এদিন নিজের ধুতি-পাঞ্জাবির গ্রামীণ লুক ছেড়ে রীতিমতো ঝলমলে কালো জ্যাকেট পরে স্টেজে পারফরম্যান্স করেন ভুবন। আর পাবে উপস্থিত জনগণ তার এই পারফরম্যান্সটিকে ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে আপলোড করতেই তা হয়ে পড়ে ভাইরাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।