বিনোদন ডেস্ক : অদ্ভুত নাচের ভঙ্গির সঙ্গে ‘গ্যাংনাম স্টাইল’ গানের বদৌলতে সারা বিশ্বে রাতারাতি তারকা খ্যাতি পান দক্ষিণ কোরিয়ার শিল্পী সাই। ২০১২ সালের ১৫ জুলাই ইউটিউবে প্রকাশের পর গানটি তুমুল জনপ্রিয়তা পায়।
দক্ষিণ কোরিয়া ছাপিয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছিল গানটি।
এবার ৫০০ কোটিবার ভিউয়ের রেকর্ড করেছে গানটি। বিশ্বজুড়ে কে-পপকে জনপ্রিয় করে তোলার পেছনে ‘গ্যাংনাম স্টাইল’ গানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রথম কোনো কে-পপ গান হিসেবে এটি বিলবোর্ডের হট ১০০ গানের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল। গানটি ইউটিউবে প্রকাশের প্রথম কোনো ভিডিও হিসেব মাত্র ১৫০ দিনের ব্যবধানে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড করেছিল।
২০১৭ সালে বিলবোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গ্যাংনাম স্টাইল’ নিয়ে সাই বলেছিলেন, আমি এখনো বুঝতে পারছি না গানটি কেন বিশেষ। এটা বুঝতে পারলে আবারও করতাম।
প্রসঙ্গত, ‘গ্যাংনাম’ হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত শহর। যেখানকার বাসিন্দাদের চাকচিক্যময় স্টাইলও হলো ‘গ্যাংনাম স্টাইল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।