সেমিতে ভারতের বিপক্ষে পাকিস্তানকে চান গাঙ্গুলী

গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : শেষ দিকে এসে জমে উঠেছে বিশ্বকাপ। ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ইতোমধ্যেই সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। চতুর্থ দল কে হবে এখন তা নিয়েই চলছে জোর লড়াই। সেমির দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে লড়াই করে চলছে তিনটি দল। সেমিফাইনালে ওঠার ত্রিমুখী লড়াই চলছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে।

গাঙ্গুলী

চার নম্বর স্থানটির দখলের দৌড়ে থাকা তিন দলের মধ্যে নিউজিল্যান্ড আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। আজ কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে তাদের। লঙ্কানদের বিপক্ষে আজ ন্যূনতম ব্যবধানে জিতলেও সেমিতে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কিউইদের। কারণ, নেট রানরেটে তারা পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে অনেক এগিয়ে। আফগানিস্তান শুধু কাগজে–কলমেই লড়াইয়ে আছে, বাস্তবের লড়াইটা ‘প্রায় অসম্ভবের’ পর্যায়ে চলে গেছে।

এদিকে সেমিতে উঠতে কঠিন সমীকরণ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। বাবরদের ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে এবং নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পরাজয় কামনা করতে হবে। আফগানিস্তানের কাছে প্রোটিয়ারা হেরে গেলেও কামনা করতে হবে ব্যবধানটা যেন বড় না হয়। তবে সব সমীকরণ মিলিয়ে পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে পারে, তাহলে তাদের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকার সম্ভাবনাই বেশি। যদি তাই হয় সেমিফাইনালে ভারতকে পাবে পাকিস্তান। এমনটাই চান ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টস তাককে সৌরভ বলেছেন, ‘আমি চাই, পাকিস্তান সেমিফাইনালে উঠুক এবং ভারতের বিপক্ষে খেলুক। এর চেয়ে বড় সেমিফাইনাল আর হতেই পারে না।’

সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল হবে মুম্বাইয়ে। সেখানে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ ও চারে থাকা দল। আর কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া দুদল। তবে ভারতের প্রতিপক্ষ কে হবে, সেটার ওপর ভিত্তি করে ম্যাচের তারিখ ও ভেন্যু বদলে যেতে পারে।

‘নারীরা বৈবাহিক ধর্ষণের সুবিধা নিচ্ছেন’

মুম্বাইতে যেহেতু পাকিস্তান দলের অতীত অভিজ্ঞতা ভালো না, তাই এবার পাকিস্তানের ম্যাচ রাখা হয়নি ওয়াংখেড়েতে। নিরাপত্তার জন্য আগেই জানানো হয়েছিল, পাকিস্তান যদি সেমিফাইনালে যায় সেক্ষেত্রে তাদের ম্যাচ মুম্বাইতে হবে না। এক্ষেত্রে বেঁচে রইল কলকাতা। যদি পাকিস্তান দ্বিতীয় বা তৃতীয় স্থানে শেষ করত সেক্ষত্রে কলকাতাতেই তাদের ম্যাচ হত। ভারত শীর্ষে শেষ করায় আর চতুর্থ স্থানে পাকিস্তানের থাকার সম্ভবনা থাকায় ইডেনে হতে পারে চতুর্থ সেমিফাইনাল।