বিনোদন ডেস্ক : পেশায় ছিলেন বাদাম বিক্রেতা, বাদাম বিক্রি করে যে টাকা বাড়ি নিয়ে যেতেন তা দিয়েই চলতো সংসার। তবে সেসব এখন অতীত ‘কাঁচা বাদাম’ গানের জেরে ভাইরাল হয়ে ভুবন বাদ্যকর এখন সেলিব্রেটি। বাদাম বিক্রির জন্য বাঁধা গান আজ তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে। মিউজিক ভিডিও থেকে শুরু করে অভিনয়ের জন্য যাত্রাপালাতেও নাম লিখিয়েছেন ভুবন বাবু। তবে এ শুধু তাই নয় এবার ইউটিউব আর হিসাবেও সফল ভুবন বাদ্যকর।
কাঁচা বাদাম গানের জেরেই কপাল খুলে গিয়েছিল বাদাম কাকুর। একসময় নিজের সাইকেল বা মোটরবাইকে করে ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতে হলেও এখন পুরো দস্তুরে শিল্পী হয়ে উঠেছেন তিনি। কয়েক লক্ষ টাকা উপার্জন করেছিলেন সেই গানের দৌলতে, সাথে মিলেছিল বিশ্বজোড়া খ্যাতি। পুরনো ভাঙ্গা খড়ের ছাউনির কুঁড়েঘর ছেড়ে আজ তিনি স্বপ্নের দোতলা পাকা বাড়ির মালিক। একটি চারচাকা গাড়িও কিনে ফেলেছেন। কিছুদিন আগেই হাতে চলে এসেছে লাখ টাকা দামের লেটেস্ট আইফোন ।
সব মিলিয়ে বলতে গেলে বাদাম কাকুর এখন এলাহি ব্যাপার। তবে এবার ভুবন বাবুর সাফল্য আরও এক কদম এগিয়ে গেল
আজ বহুদিন হলো ইউটিউবার হয়ে গিয়েছেন ভুবন বাবু। লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে, তাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত নানান ভিডিও শেয়ার করেন তিনি। আর এবার ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়ে গেলেন ভুবনবাবু। সিলভার প্লে বাটন পেয়ে স্বাভাবিকভাবেই দারুন খুশি ভুবনবাবু সহ তাঁর গোটা পরিবার।
ইউটিউবের নিয়ম অনুযায়ী যদি কেউ ১ লক্ষ সাবস্ক্রাইবার পেরিয়ে যায় তাহলে তাকে সিলভার প্লে বাটন দেওয়া হয়। এবার সেই প্লে বেতন ডেলিভারি হয়ে গিয়েছে ভুবনবাবুর বাড়িতেও। তাই সিলভার প্লে বাটন হাতে ধরা দিলেন ভুবন বাবু। নিজের খুশি শেয়ার করে নিলেন সকলের সাথে।
প্রসঙ্গত, গানেই থেমে নেই ভুবনবাবু। ইতিমধ্যেই অভিনয়েও নেমে গিয়েছেন তিনি। ‘খোকাবাবুর খেলাঘর’ নামের যাত্রা দিয়েই শুরু হচ্ছে অভিনয়। যাত্রার পোস্টার ইতিমধ্যে সর্বত্র ভাইরাল হয়ে পড়েছে। এখন অপেক্ষা তাঁর যাত্রাপালা দেখে দর্শকদের প্রতিক্রিয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।