গাড়ি কিনতে সুদমুক্ত ৩০ লাখ টাকা ঋণ পাবেন বিচারকরা

car

জুমবাংলা ডেস্ক : বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগ দিয়েছে সরকার। পাশাপাশি, গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

car

বিচারকদের এই সুযোগ দিতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালা-২০২৪’ প্রণয়ন করেছে আইন ও বিচার বিভাগ। এই নীতিমালায় সর্বোচ্চ ঋণের পরিমাণ এবং রক্ষণাবেক্ষণ ভাতার বিষয়েও দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি উপসচিব পর্যায়ের কর্মকর্তারা যেমন ৩০ লাখ টাকার সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কিনতে পারেন, তেমনই বিচার বিভাগের যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ পদমর্যাদার কর্মকর্তারা সুদমুক্ত ঋণের সুবিধা পাবেন। ঋণ নেওয়ার ক্ষেত্রে ১ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

সুদমুক্ত ঋণে গাড়ি কেনার পর বিচারকদের প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে গাড়ি মেরামত, জ্বালানি, ড্রাইভারের বেতন ইত্যাদি খরচের জন্য। যারা সরকারি গাড়ি ব্যবহার করবেন, তারা পাবেন ২৫ হাজার টাকা করে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, অবসরোত্তর ছুটি শুরুর তারিখ পর্যন্ত অন্তত এক বছরের চাকরি বাকি থাকলে এই ঋণ পাওয়া যাবে। তবে শৃঙ্খলাভঙ্গজনিত বিভাগীয় মামলা বা গুরুদণ্ডের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পার না হলে ঋণপ্রাপ্তি সম্ভব হবে না।

সব সরকারি কর্মকর্তা-কর্মচারী পাবেন মহার্ঘভাতা

সুদমুক্ত ঋণ এবং গাড়ি নগদায়ন নীতিমালায় ঋণ গ্রহণের নিয়ম, ঋণ পরিশোধ পদ্ধতি, গাড়ি হারানো বা চুরি হলে করণীয়—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি উপসচিব থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তারাও এই ধরনের সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগ পেয়ে থাকেন।