আন্তর্জাতিক ডেস্ক : রাস্তার পাশে ফুটপাথেই গড়ে উঠেছিল গাড়ি মেরামতের অস্থায়ী দোকান। সেই দোকানে বসে একজন একটি মোটরসাইকেল ঠিক করছিলেন। পাশেই দাঁড়িয়ে গল্প করছিলেন চারজন। হঠাৎ সেই দোকান ভেঙে ড্রেনে পড়লেন তারা। বাদ গেল না মোটরসাইকেলটি। সেটিও পড়ল ড্রেনে।
ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমির শহরের বাবা বাওদি এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৭ এপ্রিল রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্যটি ধারণ হয়। ওই ঘটনার ভিডিও এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ফুটপাথে গড়ে উঠা ওই অস্থায়ী দোকানে চারজন দাঁড়িয়ে কথা বলছেন। পাশে বসে একজন মোটরসাইকেল মেরামত করছেন। তাদের পাশে গাড়ির টায়ার সাজিয়ে রাখা। হঠাৎ ফুটপাথের স্ল্যাব ভেঙে তারা পাঁচজনই ড্রেনে পড়েন। তাদের উপর মোটরসাইকেলটি পড়ে।
পাঁচজনকে এভাবে ড্রেনে পড়ে যেতে দেখে পাশের একজন সাহায্যের জন্য এগিয়ে আসেন। তবে ড্রেনটিতে পানি ছিল না। ওই পাঁচজন কোনো আঘাতও পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।