জুমবাংলা ডেস্ক : রাজধানীতে গাড়িতে মদপান ও বহনের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
শনিবার (২ নভেম্বর) রাতে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে খিলক্ষেত এলাকা থেকে ওই নারীকে আটক করে।
এ বিষয়ে পুলিশ জানায়, আটক নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুজন ছিলেন। তবে বাকি দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মাদকবহনকারী প্রাইভেটকারটি জব্দ করে যৌথ বাহিনী।
এ ছাড়া যৌথ অভিযানে ৯২টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ৬টি গাড়ি। চালক ও গাড়ির লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় বেশিরভাগ মামলা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।