আন্তর্জাতিক ডেস্ক : গাড়িতে পুলিশ থাকবেনা। তবে সে গাড়ি চষে বেড়াবে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। নয়া উদ্যোগ নতুন দিশা দেখাচ্ছে ভবিষ্যতের বিশ্বকে।
শহরের আইনশৃঙ্খলা রক্ষা করতে থানা, পুলিশ পোস্টিং, পুলিশের নজরদারি চলতেই থাকে। গাড়ি নিয়ে টহলও চলে শহরের পথে। তবে সে টহলদার গাড়িতে বসে থাকেন পুলিশকর্মীরা। তাঁরা নজর রাখেন বিভিন্ন জায়গায়।
এই টহলদারি গাড়িতে পুলিশের প্রয়োজন এবার ফুরোতে চলেছে। ইতিমধ্যেই টহলদারির জন্য পুলিশের গাড়ি রাস্তায় নেমেছে। তবে তাতে কোনও পুলিশ নেই। একাই গাড়ি ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলি। নজর রাখছে শান্তিশৃঙ্খলার দিকে।
চিনের কেলেমাই শহরে এমন ২০টি গাড়ি পথে নেমেছে। পুলিশের এই গাড়িগুলিতে কোনও চালক থাকছেন না। চালকবিহীন গাড়ি নিজেই ঘুরে বেড়াচ্ছে শহরে।
আপাতত এটা পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। তবে এই ডিজিটাল শহরে এটাই হবে পুলিশ টহলদারির একমাত্র মাধ্যম। গাড়িগুলির নকশাও নজরকাড়া। এগুলি তৈরিও হচ্ছে এই শহরেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।