জুমবাংলা ডেস্ক : গাড়ি উঠলেই কেঁপে উঠছে চাঁদপুরের মতলব দক্ষিণের গৌরিপুর-নারায়ণপুর বাজার সংলগ্ন বোয়ালজুড়ি খালের উপর নির্মিত ব্রিজ। যাত্রীরা ভূগছেন আতঙ্কে। যাত্রীরা বলছেন, দ্রুত যথাযথ ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। যদিও সংশ্লিষ্ট দপ্তর বলছে, নতুন প্রকল্পের কাজ শুরু হলেই এর সমাধান পাবেন যাত্রীসাধারণ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সরজমিনে ব্রিজটিতে গেলে যানবাহনে থাকা সাধারণ যাত্রীদের মধ্যে এমন আতঙ্ক দেখা যায়।
স্থানীয়রা জানান, ব্রিজটি দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন চলায় এবং নীচের খাল দিয়ে ইঞ্জিনচালিত নৌযান চলাচলের কারণে ব্রিজের পিলারের নিচের মাটি সরে গেছে। এছাড়াও ব্রিজের আস্তর খসে পড়ে ব্রিজটি এখন নড়বড়ে অবস্থায় মরণ ফাঁদে পরিনত হচ্ছে। অল্প যানবাহনেই ব্রিজটি কেঁপে উঠছে। তাই দ্রুত এটিকে সংস্কার ও সময়োপযোগী প্রশস্ত করার দাবী জানান তারা।
স্থানীয় নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. শরীফ বকাউল বলেন, প্রায় ৩ যুগ আগে চাঁদপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের কয়েকটি জেলার যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মিত হয়। কিন্তু ঐ সময়ে পরিকল্পনা সঠিক না হওয়ায় ব্রিজটি অত্যন্ত সরু হয়। এতে করে ব্রিজটির এক প্রান্ত দিয়ে একটি সিএনজি প্রবেশ করলেই বিপরীত দিকের কোনো প্রাইভেটকার, যাত্রিবাহী বাস বা পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় যানজট লেগেই থাকে।
নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাঈনুল ইসলাম টিপু বলেন, এই ব্রিজটি দিয়ে প্রতিদিন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আতঙ্ক নিয়েই যাতায়াত করছে। এর একটা সমাধান হওয়া জরুরী।
এ প্রসঙ্গে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা বলেন, নারায়ণপুর বাজারের পশ্চিম পাশ দিয়ে একটি বাইপাস সড়কসহ নতুন ব্রিজ হচ্ছে। আমরা ইতিমধ্যে ওই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং সার্ভে করেছি। ডিপিটিও রেডি করে ফেলছি এবং ডিজাইনও হয়ে গেছে। আশা করছি আগামী এক মাসের মধ্যেই ওই প্রকল্প শুরু করতে পারবো। তাহলেই এই ব্রিজের সমস্যা সমাধান হয়ে যাবে।
সূত্র : রাইজিংবিডি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।