বিনোদন ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে উপহারের গাড়ী নিয়ে এখন সেটিকে অ্যাম্বুল্যান্সে রূপান্তর করা হবে বলে জানিয়েছে হিরো আলম। পরে সেটি বগুড়া মেডিক্যাল কলেজের সামনে থাকবে। দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে এই অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হবে।
কবে নাগাদ এই অ্যাম্বুল্যান্সের কার্যক্রম শুরু করবেন জানতে চাইলে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এতে অনেক কাজ করাতে হবে। আবার ১০ বছরের ট্যাক্স নেই। এই বিষয়গুলো আগে জানা ছিল না। তাই কিছুটা সময় লাগবে।
হবিগঞ্জে এসে তিনি আনন্দিত হয়েছেন। ভবিষ্যতেও আসার ইচ্ছা রয়েছে। এখানে মানব সেবার কাজ করার ইচ্ছা আছে। তবে কোনো নির্বাচন করার ইচ্ছা নেই বলে জানিয়েছেন হিরো আলম।
গতকাল মঙ্গলবার আয়োজন করে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের হাতে উপহারের গাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন শিক্ষক মখলেছুর রহমান। অনুষ্ঠানে চাবি হাতে পেয়ে হিরো আলম গাড়িটিকে গরিব মানুষের জন্য অ্যাম্বুল্যান্স বানানোর ঘোষণা দেন।
হিরো আলম বলেন, একটি গাড়ি উপহার পেলাম। গাড়িটির নাম দিলাম জনতার অ্যাম্বুল্যান্স। এই গাড়িটি হবে নন্দীগ্রাম-কাহালু বগুড়া উপজেলার জনতার অ্যাম্বুল্যান্স।
মখলেছুর রহমান যে গাড়িটি হিরো আলমকে উপহার দেন তার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ৫১-৪১০১। সিসি ১৮০০। সর্বশেষ ট্যাক্স প্রদান করা হয় ২০১৩ সালের ১৮ মার্চ। ওই বছরের ১৫ জুলাই গাড়ির ফিটনেস মেয়াদ উত্তীর্ণ হয়। ফলে গাড়িটির ১০ বছরের বকেয়া হিসাবে সরকারি ফি দিতে হবে চার লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। বিগত ১০ বছর গাড়িটি অবৈধভাবে ব্যবহার করেছেন মখলেছুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।