বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে আবারও রুপালি পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে শাবনূরের এমন সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে তার ফিটনেস। তাই দর্শক ও ভক্তদের বিশেষ বার্তা দিয়েছেন এক সময়ের হার্টথ্রব এ অভিনেত্রী।
গতকাল রবিবার নেটপাড়ায় ভাইরাল হয় শাবনূরের একটি ভিডিও। দুই মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গাড়িতে ড্রাইভ করতে করতে দর্শক আর ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দেন তিনি।
শাবনূর বলেন, আমি সব সময় আমার দর্শক আর ভক্তদের বেশি গুরুত্ব দিয়েছি। এখনও দিই। তাই বলছি, তোমরা যেটা চাইবে সেটাই হবে। তোমরা যেটা পছন্দ কর, সেটাই করব। তোমরা যেটা পছন্দ কর, না সেটা কখনই করব না ইনশাল্লাহ।
এসময় গাড়িতে পাশে বসেছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, শাবনূর আমার দেশের সুপারস্টার। ও কাজের ক্ষেত্রে বারবারই সিরিয়াস। এ কারণে ফিটনেস ঠিক না করে ক্যামেরার সামনে দাঁড়াবে না। সবাই দোয়া করবেন ও যেন খুব দ্রুত ফিট হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পারে।
এসময় শাবনূর বলেন, মানুষ আমাকে ভালোবাসে তাই হয়তো আমি আজ সুপারস্টার। তবে আমি কখনই নিজেকে সুপারস্টার ভাবি না। আমি সব সময় নিজেকে সাধারণ একজন মানুষ হিসেবেই দেখি। কেউ নায়িকা বললে কিংবা নিজের মধ্যে নায়িকা নায়িকা ভাব আমার কখনই ভালো লাগে না।
নায়িকা কিংবা সুপারস্টার হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়ার প্রতি বেশি গুরুত্বও দেন এ চিত্রনায়িকা। ভিডিওতে সব শেষে দর্শক আর ভক্তদের উদ্দেশে শাবনূর বলেন, তোমাদের ভালোবাসায় যেন আমি সারাজীবন বেঁচে থাকতে পারি। আর দোয়া করো, খুব তাড়াতাড়ি যেন আমি স্লিম হতে পারি।
খুব শিগগিরই ‘রঙ্গনা’ আর ‘মাতাল হাওয়া’ সিনেমায় দর্শক দেখতে পারবেন শাবনূরকে। দর্শক যেন হতাশ না হয় তার জন্য পুরোদমে নিজেকে তৈরি করছেন নয়ের দশকে তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।