আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরে সজোরে ধাক্কা দিয়েছে আরেকটি গাড়ি। রবিবার (১৭ ডিসেম্বর) রাতে ডেলাওয়ারে প্রচারণা সদরদপ্তর থেকে তিনি বেরিয়ে আসার সময় ঘটে এই ঘটনা। এতে প্রচণ্ড শব্দে চমকে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার কোনো ক্ষতি হয়নি। সঙ্গে থাকা ফার্স্টলেডি জিল বাইডেনও অক্ষত রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উইলমিংটনের প্রচারণা সদরদপ্তরে নিজের পুনর্নির্বাচনী টিমের সঙ্গে সাক্ষাৎ ও একসঙ্গে রাতের খাবার খান জো বাইডেন। এরপর স্থানীয় সময় রাত ৮টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে আসেন তিনি।
বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক তখনই বাইডেনের কাছ থেকে মাত্র ১৩০ ফুট (৪০ মিটার) দূরে দাঁড়িয়ে থাকা সিক্রেট সার্ভিসের একটি এসইউভি’র গায়ে সজোরে ধাক্কা দেয় একটি রূপালি রঙের সেডান গাড়ি।
টিভি ফুটেজে দেখা যায়, গাড়ি দুটির সংঘর্ষের পর জো বাইডেনকে সরিয়ে নিয়ে যাচ্ছেন সিক্রেট সার্ভিস এজেন্টরা।
সংঘর্ষের পরপরই রূপালি সেডান গাড়িটি ঘিরে ধরেন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্টরা। তারা গাড়িটির চালকের দিকে অস্ত্র তাক করেন। এসময় নিজেকে নিরস্ত্র প্রমাণ করতে চালক নিজের দুই হাত ওপরে ওঠান।
এই ঘটনার পরে নিরাপদে উইলমিংটনের বাড়িতে পৌঁছান বাইডেন দম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।