আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসার আগেই দুই লাখ রুপি জরিমানা গুনতে হলো হবু বরকে। বিয়ে করতে যাওয়ার সময় বর এবং তার বন্ধুরা গাড়ির ছাদে নাচতে নাচতে যাচ্ছিলেন।
সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন পথচারীরা। এরপরেই ভারতের উত্তরপ্রদেশের পুলিশকে ট্যাগ করে সেই ভিডিও টুইট করেন অঙ্কিত কুমার নামে এক ব্যক্তি।
➡️हाइवे पर गाडियों से स्टंट करने वाले वाहनों के विरुद्ध मुजफ्फरनगर पुलिस द्वारा की गयी कार्यवाही।
➡️कुल 09 गाडियों का 02 लाख 02 हजार रुपये का चालान।@Uppolice @The_Professor09 @ankitchalaria pic.twitter.com/VqaolvazhO
— MUZAFFARNAGAR POLICE (@muzafarnagarpol) June 14, 2022
ভিডিওটি প্রকাশ্যে আসতেই মাঠে নামে পুলিশ। মুজফফরনগর পুলিশের এসএসপি অভিষেক যাদব জানিয়েছেন, ট্রাফিক নিয়ম লঙ্ঘন করায় ওই হবু বরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দুই লাখ রুপি জরিমানা করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশ জানিয়েছে, মুজফফরনগরে জাতীয় সড়ক ধরে বিয়ে করতে যাওয়ার সময় বর এবং তার কয়েকজন সঙ্গী চলন্ত গাড়ির ছাদে নাচানাচি করছিলেন। কেউ কেউ আবার গাড়ির জানালা দিয়ে শরীরে অর্ধেক অংশ বের করে নাচছিলেন।
এমন অবস্থায় যে কোনও মুহূর্তে বিপদ ঘটতে পারত। শুধু তাই-ই নয়, এ ধরনের কাজ করে পথচলতি মানুষের নিরাপত্তকেও বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন তারা। ভিডিওটি পুলিশের হাতে আসতেই ৯টি গাড়ি চিহ্নিত করে জরিমানা করে পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।