জুমবাংলা ডেস্ক : সাম্প্রতিক সময়ে সব পণ্যের মূল্যই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে এর মধ্যেও রসুনের দাম যে গতিতে বেড়েছে, সেটা প্রায় অবিশ্বাস্য। এ যেন পাগলা ঘোড়া! গত মে মাসের শুরুতেও এক কেজি রসুনের দাম ছিল ৪০-৫০ টাকা। সেই রসুন এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। বিক্রেতাদের সাফ কথা- বেশি দামে কিনি, তাই বেশি দামে বিক্রি করি।
সোজা কথায়, গত এক মাসে কেজিপ্রতি রসুনের দাম বেড়েছে ১৫০ টাকারও বেশি। কেন এভাবে রসুনের দাম বাড়ছে, সেটার পরিষ্কার জবাব ব্যবসায়ীদের কাছে নেই। তবে তারা বলছেন, সরবরাহ কম তাই দাম বাড়ছে। তাছাড়া ডলারের দাম বাড়ায় বেড়ে গেছে আমদানি খরচ। তাই রসুনের বাজার এমন গরম!
রসুনের বাজারের এমন পরিস্থিতির মধ্যে পেঁয়াজের দাম সামান্য কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।
ডিমের দাম সেই বাড়তি অবস্থাতেই আছে। ডজন বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। প্রায় সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। ব্রয়লার মুরগি ১৬০ টাকা, সোনালীটা বিক্রি হচ্ছে ২৯০-৩১০ টাকায়। গরুর মাংস বাড়তে বাড়তে গিয়ে ৭০০ টাকায় ঠেকেছে। কোনো কোনো ব্যবসায়ী ৭২০ টাকাও বিক্রি করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।