লাইফস্টাইল ডেস্ক : যাদের মাথাভরা চুল ছিল মাত্র কদিন আগেও, আজ দেখা যাচ্ছে চুল পড়ে মাথায় বড় এটা টাক হয়ে গেছে, তাদের মন যে কত খারাপ থাকে এই চুল হারানোর কষ্টে, শুধু তারাই জানেন। চুল কমতে শুরু করার পর অনেক কিছু্ করেও অনেকেই তেমন কোনো ভালো ফল পান না।
আপনিও যদি তাদের দলের হয়ে থাকেন, তবে এবার শেষ চেষ্টা করে দেখুন, নতুন চুল গজাবেই।
আর এই চুল গজানোর সমাধান রয়েছে আমাদের সবার ঘরেই। অবাক হচ্ছেন তো? তবে জেনে রাখুন, বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়।
প্রতিদিনের রান্নায় ডাল হোক বা মাংস রসুন থাকে কমন মশলা। রসুনের নানা গুণের কথা আমরা জানি, কিন্তু চুল গজানো, তা কী করে!
বিশেষজ্ঞরা বলেন-
• চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে
• হাজারো গুণের রসুনে থাকা জিংক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। মাথার ত্বকের ইনফেকশন ও খুশকির সমস্যাও দূর করে
• রসুনের রসে প্রচুর পরিমাণ অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে
• তাদের মতে, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়।
যেভাবে ব্যবহার করবেন
সপ্তাহে একবার এক টেবিল চামচ রসুনের রস ও আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন।
সপ্তাহে দু’বার রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে সম্ভব হলে সকাল পর্যন্ত রেখে ধুয়ে নিন।
টানা একমাস রসুনের রস ব্যবহার করুন, নিজেই মাথায় নতুন চুলের দেখা পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।