আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ে মিনিবাস-সিএনজি-বাসের সংঘর্ষে নাজমীন নাহার (৩৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
বুধবার (০৯ অক্টোবর) উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমীন নাহার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া এলাকার মোতালেব ফরাজির মেয়ে। তিনি বালিথা এলাকার একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে একটি মিনিবাস ও সিএনজি যাচ্ছিল। সে সময় মিনিবাস বাস ওভারটেক করতে গিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি সামনে থাকা বাসের লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, আহত হন আরও পাঁচ জন।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বাস ও সিএনজি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.