জুমবাংলা ডেস্ক : বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
রোববার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন। এ কারণে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সকাল ৮টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। ৭ নভেম্বর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। যা প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শ্রমিকদের একাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।