বিনোদন ডেস্ক : পরিবেশ দূষণ কমাতে যে কোন পণ্যের টেকসই ব্যবহারে উৎসাহ দিতে গার্মেন্টেসের ফেলে দেওয়া কাপড় দিয়ে বানানো জামা পরে ফ্যাশন শো করবেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নওশবার সঙ্গে এই ফ্যাশন শোতে অংশ নেবেন পরিবেশপ্রেমি কয়েকজন তরুণ-তরুণীও।
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে তরুণদের পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রো আয়োজিত এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট ও এওয়ার্ড প্রোগ্রামে এই ব্যাতিক্রমী ফ্যাশন শো করবেন নওশবা। সকালে এই সামিটের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
‘জুলাই-আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’
সারাদেশের ৭০টির বেশি সংগঠনের প্রায় ৩৫০ জন পরিবেশকর্মীর অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানে পরিবেশবান্ধব নানান উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি প্যানেল আলেচানায় অংশ নেবেন দেশের খ্যাতনামা অন্তত ২০ জন গবেষক, পরিবেশবিজ্ঞানী। সামিটের সমাপনীতে পরিবেশ ও জলবায়ু সহনশীল নানান উদ্ভাবন এবং কাজের জন্য ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ডও দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।