জুমবাংলা ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে আজ সোমবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল রবিবার (৯ জুন) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে Motorola Edge 50 Ultra স্মার্টফোন, রইল দাম ও স্পেসিফিকেশন
এ ছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।