জুমবাংলা ডেস্ক : আজকালকার দিনে সময় কাটানোর জন্য বেশিরভাগ মানুষের কাছেই সোশ্যাল মিডিয়াই মূল মাধ্যম হয়ে উঠেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে বিভিন্ন রকম ছবি ও ভিডিও আপনা আপনিই নিউজফিডে চলে আসতে থাকে। অবসর সময় যাপন বা কাজের ফাঁকে রিফ্রেশমেন্ট হিসেবে হাতের মুঠোয় থাকা ফোনে চটজলদি সোশ্যাল মিডিয়া খুলে দেখে নেওয়া এখন অধিকাংশের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম।
নেট দুনিয়ার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ধরণের বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই। ভালো বা ব্যতিক্রমী বা উল্লেখযোগ্য কোনো কনটেন্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। মাঝেমধ্যেই এইরকমভাবে ভিন্ন স্বাদের অনেক রকম ভিডিওই ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হওয়া এই সব ভিডিওর এক বড়ো অংশ জুড়ে বিভিন্ন পশু-পাখির ভিডিও থাকে।
ভারতের জাতীয় খাবার কি? অধিকাংশ ভারতিয়রা জানেন না
সম্প্রতি তেমনভাবেই ইউটিউবে দুই টিয়া পাখির ভিডিও ভাইরাল হয়েছে। ‘প্যারট প্যারাডাইজ’ নামক এক চ্যানেল থেকে দুই টিয়াপাখির কথা বলার এক ভিডিও প্রায় এক বছর আগে পোস্ট করা হয়েছিল।
এই কথা সকলেরই জানা যে টিয়া পাখিরা সমস্ত পাখিদের প্রজাতিদের মধ্যে কথা বলার ক্ষেত্রে অন্যতম। প্রায়শই টিয়াদের অনর্গল নিজেদের মধ্যে কথা বলতে শোনা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দুই টিয়াপাখি পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে খেতে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে নিজেদের মধ্যে কথা বলছিল। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে নেট দুনিয়ায় পোস্ট করা হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
ইতিমধ্যেই ৯০ লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। নেটিজেনদের বহু জন টিয়াপাখির কথা বলার এই ভিডিও লাইক করেছেন ও কমেন্ট বক্সে নিজেদের ভালো লাগা ও মুগ্ধতা প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।