গাছ থেকে ডাব পেড়ে পানি খেল টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

টিয়া পাখি

জুমবাংলা ডেস্ক : টিয়াটি হুবহু মানুষের অনুকরণে দু’ঠোঁটের মধ্যে ডাবকে ধরে এক মুহূর্তে সব ডাবের জল খেয়ে ফেলছে। সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও ভাইরাল হলে জনপ্রিয়তা পেতে বেশি সময় লাগে না। কারোর মধ্যে যদি ন্যূনতম ট্যালেন্ট থাকে তাহলে তা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে সহজেই পৌঁছে যাওয়া যায়।

টিয়া পাখি

এমনকি এখানে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে উপার্জন করাও যেতে পারে। নিত্যদিনই এখানে হরেক রকমের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি একটি টিয়া পাখির ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

করোনাকালীন পরিস্থিতিতে মানুষ যখন গৃহবন্দী হয়ে পড়েছিল সেই সময় এই সোশ্যাল মিডিয়াকে মানুষ আরো বেশি করে আঁকড়ে ধরেছিল। আজকাল অনেকেই বিভিন্ন রকমের ছোটখাটো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর সেই ভিডিও যদি একবার হয়ে যায় ভাইরাল তাহলে তার মাধ্যমেই ইনকাম হতে পারে। এমনই একজন একটি টিয়া পাখির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তুমুল সাড়া ফেলেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, হলুদ নীল রঙের একটি ম্যাকাও প্রজাতির টিয়া পাখি একটি উঁচু নারকেল গাছের উপর বসে তার ধারালো ঠোঁট দিয়ে মুহূর্তের মধ্যে একটি ডাবকে ছাড়িয়ে ফেলে তার জল ঢক-ঢক করে খেয়ে নিচ্ছে। ভিডিও দেখে সহজেই আন্দাজ করা যাচ্ছে তার ঠোঁটের কত ধার।

শালিক পাখিকে শিকারি বানিয়ে কথা বলছে ছোট বালক

ডাবের জল আমরা কে না খেতে ভালবাসি! কিন্তু হলুদ নীল রঙের এই সুন্দর টিয়াটি হুবহু মানুষের অনুকরণে দু’ঠোঁটের মধ্যে ডাবকে সুন্দর কায়দায় ধরে এক মুহূর্তে সব ডাবের জল খেয়ে ফেলছে। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে ১২ হাজারেরও বেশি লাইক পড়েছে এবং ৫৬ হাজারের কাছাকাছি মানুষ শেয়ার করেছেন। আপাতত পাখিটির বুদ্ধিদীপ্ত আচরণের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে বিকোচ্ছে।