আন্তর্জাতিক ডেস্ক : দশ হাজার কোটি ডলার সম্পদের মাইলফলক স্পর্শ করলেন ভারতের শিল্পপতি গৌতম আদানি। এর মাধ্যমে ইলোন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস ও ওয়ারেন বাফেটের এক্সক্লুসিভ ক্লাবে প্রবেশ করলেন আদানি গ্রুপের এ শীর্ষ কর্তা। চলতি বছরে এ পর্যন্ত আদানির সম্পদ বেড়েছে ২ হাজার ৩৫০ কোটি ডলার। এতে ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে শীর্ষ দশে উঠে এসেছে ভারতীয় এ ধনকুবেরের নাম। খবর পিটিআই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে মূল্যস্ফীতিতে ধুঁকছে ভারত। এরই মধ্যে সম্পদ ফুলেফেঁপে উঠেছে শিল্পপতি গৌতম আদানির। ২ এপ্রিল নাগাদ ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে তার সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছাড়াল। এর মাধ্যমে ভারত তথা এশিয়ার শীর্ষ ধনীতে পরিণত হলেন তিনি। নভেল করোনা মহামারীজুড়ে এ স্থান ধরে রেখেছিলেন মুকেশ আম্বানি।
বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর তালিকা থেকে অল্পের জন্য বাদ পড়লেন রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানি। চলতি বছরে ৯০৩ কোটি ডলার সম্পদ বৃদ্ধিতে ২ এপ্রিল নাগাদ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৯০০ কোটি ডলার। শীর্ষ ধনীর তালিকায় আম্বানির অবস্থান ১১তম।
গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে উত্থান আদানির। পারিবারিক কাপড়ের ব্যবসায় কোনো আগ্রহই ছিল না আদানির। বাণিজ্য শাখায় কলেজে ভর্তি হলেও স্নাতক শেষ করার আগেই পড়াশোনার পাট চুকিয়ে বেরিয়ে আসেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্থানের সঙ্গে সঙ্গে ফুলেফেঁপে উঠেছে আদানি গ্রুপ, এমন অভিযোগ সমালোচকদের। বর্তমানের শিল্পের অনেকগুলো খাতে বিনিয়োগ করছেন তিনি। বন্দর, খনি ও সৌরশক্তির ওপর নির্ভর করেই মূলত নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন এ গুজরাটি।
ফ্রান্সের তেল ও গ্যাস সংস্থা ‘টোটাল এসই’, আমেরিকার ‘ওয়ারবার্গ পিঙ্কাস’-এর মতো ইকুইটি সংস্থাও আদানির সঙ্গে হাত মিলিয়েছে। সৌদি আরবের সঙ্গেও জোট বেঁধে আগামী দিনে কাজ করার কথা চলছে আদানির। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটিতে শিগগিরই বিনিয়োগ করতে চলেছেন তিনি। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত শেয়ারবাজারে আদানি গ্রুপের কিছু শেয়ারদর ১ হাজার শতাংশ ছাড়িয়ে গিয়েছে।
২০২১ সালে বিশ্বের শীর্ষ ৫০০ ধনকুবেরের তালিকায় উত্থানের গল্পের সূচনা করেন আদানি। সে বছর তার সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ছিল ৪ হাজার ২৭০ কোটি ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুকেশ আম্বানিকে হটিয়ে এশিয়ার শীর্ষ ধনী ঘোষিত হন আদানি। এবার ১০ হাজার কোটি ডলারের এক্সক্লুসিভ ক্লাবে ঢুকে পড়লেন তিনি।
বর্তমানে ১০ হাজার কোটি ডলারের ওই ক্লাবে শীর্ষে রয়েছেন টেসলার প্রধান ইলোন মাস্ক। তার মোট সম্পত্তির পরিমাণ ২৭ হাজার ৪০০ কোটি ডলার। তারপর তালিকায় যথাক্রমে রয়েছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস, এলভিএমএইচের বেহনা আহনো, মাইক্রোসফটের বিল গেটস, বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট, গুগলের ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, স্টিভ বলমার, ল্যারি এলিসন এবং গৌতম আদানি। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাপ্রধান মার্ক জাকারবার্গ রয়েছেন দ্বাদশ স্থানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।