স্পোর্টস ডেস্ক : প্রথম লেগের মতো নরওয়ের বিপক্ষে লড়াই এবার অতটা সহজ হলো না স্পেনের। তবে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিল তারা। সেই সঙ্গে নিশ্চিত করল ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকেট।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্প্যানিশরা। জয়সূচক গোলটি করেন বার্সেলোনা তারকা গাভি।
স্পেনের জয়ে তাদের সঙ্গে জার্মানিতে অনুষ্ঠেয় আগামী ইউরোয় খেলা নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের।
বল দখলের পাশাপাশি আক্রমণেও প্রথমার্ধ জুড়ে আধিপত্য করে স্পেন। তবে এই সময় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।
২০তম মিনিটে প্রথম লক্ষ্যে নেওয়া শটে খুব কাছ থেকে জালে বল পাঠান আলভারো মোরাতা। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। মোরাতা নিজেই অফসাইডে ছিলেন।
৪১তম মিনিটে ভালো একটি সুযোগ পায় স্পেন। এবার বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে মোরাতার হেডে বল ক্রসবারের একটু ওপর দিয়ে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় বক্সে ঢুকে পড়েন নরওয়ের সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ড। তবে প্রতিপক্ষের দুই জনের চ্যালেঞ্জের মুখে পজেশন হারিয়ে ফেলেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।
অনেক চেষ্টা বিফলে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় স্পেন। প্রথম দুটি শট প্রতিহত হওয়ার পর বক্সে ফাঁকায় বল পান গাভি। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন তরুণ এই মিডফিল্ডার।
সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে পাঁচ মিনিট জড়িয়ে ধরুন, তারপর দেখুন যাদু
মূল পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকতে বাকি সময়ে জোর চেষ্টা করে নরওয়ে। তবে প্রয়োজনীয় গোলের দেখা আর পায়নি তারা।
৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কটল্যান্ড।
শেষ হয়ে গেল নরওয়ের আশা। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।