জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরে বোনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে রায়হান ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মিরপুর শাহ আলী ১ নম্বর ডি ব্লকের একটি বাড়ি থেকে রায়হানকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রায়হান শাহ আলী থানাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে শাহ আলী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী।
রায়হানের বাবা হায়দার আলী বলেন, গতকাল আমার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। এ সময় পুলিশ রায়হানকে বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।
এদিকে মিরপুরের শাহ আলী থানায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহবায়ক মো. জয়নাল আবেদীন ও ৯৩ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি মিরন হোসেনসহ আরও ২ জন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা-১৪ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু শাহ আলী থানা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, গতকাল শাহ আলী এলাকা থেকে কয়েকজন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পল্লবী থানার একটি মামলার আসামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।