গায়ের রং ফর্সা করে সুন্দরী হয়ে গেলেন শাহরুখকন্যা, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

সুহানা

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। বাবাকে অনুসরণ করে শুরু থেকেই সিনেমা জগতে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছের কথা জানিয়েছেন সুহানা। এ কারণে সেভাবেই নিজেকে তৈরি করে চলেছেন। তবে এখনও কোনো সিনেমা মুক্তি পায়নি সুহানার।

সুহানা

বাবার কারণে ক্যারিয়ার গড়ার আগেই যথেষ্ট প্রচার পেয়েছেন শাহরুখ-কন্যা। নেট দুনিয়ায় প্রায়ই তাকে নিয়ে হয় আলোচনা সমালোচনা।

কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রথম কাজেই চরম কটাক্ষের শিকার হয়েছেন সুহানা। এই কাজের মধ্য দিয়ে প্রথম সাফল্যের স্বাদ পেলেও তীব্র সমালোচনার মুখে পড়েন বাদশা-কন্যা। এখানেই শেষ নয়। অনেকে আবার সুহানার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকেও।

ওই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপিস্টিকের বিজ্ঞাপনে দেখা যায় ঠোঁটে লাল রং এবং গায়ের রং যেন ফেটে পড়ছে সুহানার। এভাবে সুহানাকে দেখা মাত্রই কটাক্ষের ঝড় বয়ে গেল তার উপর। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা।

তার গায়ের রঙের এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’ কেউ লিখেছেন, ‘ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ কেউ প্রায় গর্জে উঠে লেখেন, ‘অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনও শেডের লিপস্টিক পরানো যেত ওকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না?’

এই তারকদের পর্দার রোমান্স গড়িয়েছিল বাস্তবেও, মেলেনি একসাথে থাকার সুখ

কেউ আবার লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনো দরকার ছিল কি?’ কারও আবার সোজাসাপটা প্রশ্ন, ‘ওর গায়ের রং ফর্সা করার কী দরকার?’