বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী আকবরের পা কাটতে হতে পারে বলে জানিয়েছেন স্ত্রী কানিজ ফাতেমা। রবিবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে কানিজ ফাতেমা বলেন, পায়ের গোড়ালিতে পচন ধরেছে, সেখান থেকে পুরো পায়ে সংক্রমণ ঘটেছে। ১৮ সদস্যবিশিষ্ট চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ড অনুমান করছে পা কেটে ফেলতে হতে পারে।
তিনি বলেন, ‘পায়ে অস্ত্রোপচার করা হয়েছে; কিন্তু কোনোভাবেই রক্তপাত বন্ধ হচ্ছে না। রক্তপাত বন্ধ না হলে পা কেটে ফেলা ছাড়া কোনো উপায় নেই বলে অর্থোপেডিক বিভাগের ওই বোর্ড বলেছে। এখন অপেক্ষায় রয়েছি, দেখি কী হয়, সব আল্লাহর ইচ্ছা। ’
কিডনি নষ্ট হয়ে গেছে জানিয়ে বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়ে অথৈ জানিয়েছে, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে। ’
এ বিষয়ে কানিজ ফাতেমা বলেন, ‘দুটো কিডনিই ড্যামেজ। ডায়ালিসিস শুরু করতে হবে। কিন্তু শরীরের যে অবস্থা তাতে করে এখন ডায়ালিসিস দেওয়া সম্ভব না। ডায়াবেটিস বেড়েছে। ডাক্তার বলেছেন, এই মুহূর্তে ডায়ালিসিস শুরু করলে স্ট্রোক হয়ে যেতে পারে। তাই এখন বোর্ড পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে।’
আকবর ভারতেও চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে ভালো হয়ে ফিরেওছিলেন। মাঝখানে হাঁটতে পারছিলেন না। তারপর ক্র্যাচে ভর করে হেঁটে বেড়াচ্ছিলেন। আকস্মিক এমন অবস্থার কারণ সম্পর্কে কানিজ ফাতেমা বলেন, ‘কেন এমন হলো বুঝতে পারছি না। ওষুধও চলছিল। তবে চিকিৎসকরা মনে করছেন ডায়াবেটিসের কারণে এমন ঘটনা দ্রুত ঘটেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি।’ এর আগেও আকবর ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সে সময় অভিনেতা ডিপজলের সহায়তায় ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।