জুমবাংলা ডেস্ক : মানবপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন জনপ্রিয় বলিউড গায়ক দালের মেহেদি। সম্প্রতি ২৬ বছরের পুরনো মামলায় কয়েক বছরের সাজা ঘোষণা হয় বলিউডের জনপ্রিয় তারকা রাজ বব্বরের বিরুদ্ধে।
এবার মেহেদির বিরুদ্ধে ১৯ বছরের পুরনো মামলার বিচারে নিম্ন আদালতের রায় বহাল রাখলেন পাতিওয়ালা হাউস আদালত। সঙ্গে ২০০৩ সালের মানবপাচার মামলায় দোষী সাব্যস্ত হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দালের মেহেদি। শাস্তি হিসেবে দুই বছরের জন্য তাকে এ জেলে থাকতে হবে।
জানা গেছে, দালের এবং তাঁর ভাই, পাঞ্জাবের বকশিশ সিং-নামের এক ব্যক্তিকে কানাডায় পাঠানোর নাম করে ১২ লাখ টাকা নেন। ওই লোক পরে মানব পাচার, জালিয়াতির মামলা দায়ের করেন দালের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এই দুই ভাইয়ের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। ১৯৯৮-৯৯ সালে ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বেআইনিভাবে ‘ছেড়ে দিয়ে’ আসেন এই দুই ভাই। সেই মামলা এত দিন পর রুজু হয়েছে।
নিম্ন আদালতের রায় খারিজের জন্য আদালতে কিছুদিন আগেই আর্জি জানিয়েছিলেন দালের, কিন্তু আদালতের সেই আবেদন খারিজ করে দিলেন পাতিওয়ালা কোর্ট। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এস গেরেওয়াল নিম্ন আদালতের রায় বহাল রাখলেন।
আমার কন্যার মা আমারই সৎকন্যা, ইলন মাস্কের বাবার বক্তব্যে তোলপাড়
এর আগে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন জনপ্রিয় গায়ক মিকা সিং-এর ভাই। তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালত, দালের ক্ষেত্রে সেই রায়ই বহাল রইল। জানা যাচ্ছে, এই মুহূর্তে পাতিওয়ালা জেলে রাখা হবে দালেরকে। যেখানে আগে থেকেই বন্দি রয়েছেন নভজ্যোত সিং সিধু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।