লাইফস্টাইল ডেস্ক : রান্না করতে গেলে তেল, ঝোল পড়ে নোংরা ও তেলতেলে হয়ে যায় গ্যাসের চুলার ভেতরের ও বাইরের অংশ। নিয়মিত পরিষ্কার না করলে পরবর্তীতে এই ময়লা সহজে উঠতে চায় না। এছাড়া অপরিষ্কার হয়ে পড়লে চুলার জ্বাল কমে যায়। সহজ কৌশলে নিয়মিত পরিষ্কার করতে পারেন এটি।
একটি পাত্রে ৩ থেকে ৪ টেবিল চামচ বেকিং সোডা নিন। আধা কাপ ভিনেগার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। গ্যাস বার্নারের ভেতরের অংশ খুলে চামচের সাহায্যে এই পেস্ট লাগান। এবার স্ক্রাবারের সাহায্যে আস্তে আস্তে ঘষে ময়লা তুলে ফেলুন।
খোলামেলা সাহসী পোশাকে স্পষ্ট ক্লিভেজ, ভক্তদের হৃদয় কাঁপালেন অনামিকা
তারপরে একটি ভেজা কাপড় বা ওয়ান্ডার ওয়াইপ দিয়ে গ্যাসের বার্নার শুকিয়ে মুছে নিতে নিন। চুলার আশেপাশের অংশও পরিষ্কার করে নিতে পারেন বেকিং সোডা ও ভিনেগারের মিশ্রণের সাহায্যে। তবে স্ক্রাবার ব্যবহার করবেন না। নরম কাপড়ের সাহায্যে মুছে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।