আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় এরই মধ্যে ‘নরকে’ পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইতোমধ্যে অন্তত ২৪ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে সেখানে। এর মধ্যে প্রায় ১৬ হাজারই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি।
এদিকে, যুদ্ধের এই সময়ে গাজায় জন্ম নিয়েছে প্রায় ২০,০০০ শিশু। শুধু তাই নয়, মায়েদের চেতনানাশক ছাড়াই সিজারিয়ান সেকশন করতে বাধ্য করা হয়— এবং কিছু ক্ষেত্রে অপারেশনের কয়েক ঘণ্টা পরেই হাসপাতাল থেকে ছেড়ে দিতে হয়।
জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল (ইউনিসেফ) এসব তথ্য জানিয়েছে।
ইউনিসেফ আরও জানায়, রক্তক্ষরণ কিছু মায়ের মৃত্যু হয়েছে এবং আরও কিছু নারী তাদের মৃত সন্তান প্রসব করতে পারছেন না, কারণ চিকিৎসাকর্মীরা অপারগ।
ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম দক্ষিণ গাজা সফর থেকে ফিরে এসে এসব কথা বলেন। সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।