আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য জরুরি-ভিত্তিতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন মিশরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। পাশাপাশি নিরপরাধ মানুষের প্রাণ বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল-আরাবিয়ার।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হৃদয়বিদারক, নৃশংস এবং অত্যাধিক সহিংসতা চলছে।’
সালাহ বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে সংঘাত শুরু হয়েছে, তা দেখাও কষ্টকর। সব জীবনই মূল্যবান এবং তা রক্ষা করা আবশ্যক। গণহত্যা বন্ধ করতে হবে। পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে দেয়া হচ্ছে।
লিভারপুলের এই উইঙ্গার আরও বলেন, গাজায় অবিলম্বে মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেয়া উচিত। সেখানকার মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে এতদিন নীরব থাকার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন মোহাম্মদ সালাহ। এর প্রেক্ষিতেই বুধবার ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। এদিকে, বুধবার থেকেই গাজায় মানবিক সহায়তা দেয়া শুরু হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।