Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আরও একদিন বেড়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে আরও একদিন যুদ্ধবিরতে যেতে রাজি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, এই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে, তবে কতদিন দীর্ঘস্থায়ী হবে সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি আইডিএফ।
এ নিয়ে দ্বিতীয় দফায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বাড়ল। চারদিনের যুদ্ধবিরতি শেষে দুইদিন যুদ্ধবিরতি বাড়ানো হয়-যা গতকাল শেষদিন ছিল। তবে শেষমেশ তা আরও একদিন বাড়ল।
এদিকে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের হুঁশিয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত অভিযান থামবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।