আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি টেলিকম প্রতিষ্ঠান প্যান্টেল।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, আন্তর্জাতিক নেটওয়ার্ক রুটগুলো যেগুলো এর আগে পুনরায় সংযোগ করা হয়েছিল, সেগুলো আবার বিচ্ছিন্ন হওয়ার কারণে গাজা উপত্যকায় সব ধরনের মোবাইল, টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করার জন্য আমরা দুঃখিত।’
এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলটিতে এটি দ্বিতীয় ব্ল্যাকআউটের ঘটনা। এর আগে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত গাজায় মোবাইল, টেলিফোন ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এর জন্য ইসরায়েলের ভারী বোমা হামলা চালানোকে দায়ী করা হয়।
শুক্রবার রাতভর গাজায় তুমুল হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেসময় ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গাজাকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। সেই রাতে আসলে কী ঘটেছিল তার বিশদ বিবরণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
‘টিপ টিপ বর্ষা পানি’, গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী
ইসরায়েলের অবরোধের কারণে গাজায় টেলিকম কোম্পানিগুলো জ্বালানির ঘাটতির মধ্যে পড়েছে। এছাড়া বোমা হামলায় টেলিকম অবকাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।