আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধ আরও কয়েক মাস চলবে বলে জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্য ও দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে দেশটি। ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৬৫ ফিলিস্তিনি।
সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখন চরম অবস্থায় রয়েছে। সব দিক থেকে লড়াই চলছে, তবে বিজয় অর্জন করতে আরও সময় লাগবে।
তিনি বলেন, হামাসকে নিরস্ত্রীকরণে জন্য মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণে নিতে হবে। এসময় লেবানন সীমান্তে হিজবুল্লাহ গোষ্ঠিকেও সতর্ক করেন নেতানিয়াহু।
এদিকে দক্ষিণ গাজায় খান ইউনিস শহর ও মধ্য গাজায় নুসিরাত, মাগাজি ও আল-বুরেইজ শরণার্থী শিবিরে হামলা জোরদার করেছে ইসরায়েল।
গেল আড়াই মাসে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৬শ’তে পৌঁছেছে।
জাতিসংঘ জানায়, ইসরায়েল হামলা বাড়ানোর পর বেড়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সংখ্যা। গেল কিছু দিনে কেবলমাত্র রাফা শহরেই বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ লাখ মানুষ।
আমাকে বিছানায় পেতে যে টাকা লাগবে তা দেবার সাধ্য আপনার নেই : স্বস্তিকা
গাজার ৪০ শতাংশ মানুষ এখন দুর্ভিক্ষের মুখে রয়েছে বলে জানায় জাতিসংঘ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।