আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের বর্বরতার মধ্যে গাজার সাধারণ মানুষের মধ্যে বিমান থেকে খাবার ফেলা শুরু করে বিভিন্ন দেশ ও সংস্থা।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং বেসরকারি সংস্থা জোমিফসা মিলে গত মার্চে গাজায় বিমানের মাধ্যমে খাদ্যপণ্য পৌঁছে দেয়। তাদের সেসব খাবার খেয়েছিলেন ৪ হাজার মানুষ। জোমিফসা জরুরি সময়ে সাধারণ মানুষকে দেওয়ার জন্য খাবারের প্যাকেট তৈরি করে। যেগুলোতে বিভিন্ন ধরনের খাবার থাকে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) জোমিফসা নামের প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নেয়। সেখানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই প্যাকেটগুলোর মধ্যে বিভিন্ন খাবার ছিল। যার মধ্যে ছিল রান্নার তেল, কয়েক ধরনের পাস্তা, পাঁচ বাক্স বিস্কুট, ভুট্টা, আটা, টিনজাত খাবার। এছাড়া ছিল লবণ, গুঁড়া মরিচ এবং চিনি।
এই প্যাকেটগুলোতে আরও ছিল খেজুর, স্যুপ, বাদাম এবং বার।
খাবার ছাড়াও চামচ, পরিষ্কার পরিচ্ছন্নতার পদার্থ, অগ্নিবিহীন হিটার এবং পানি পরিষ্কার করার ট্যাবলেটও ছিল।
এসব প্যাকেট এমনভাবে তৈরি করা হয়েছে যেন পাঁচ সদস্যের একটি পরিবার পুরো একমাস চলতে পারে।
প্রতিষ্ঠানটি গাজা ছাড়াও যুদ্ধবিধ্বস্ত অন্যান্য দেশেও খাদ্যপণ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ।
ইসরায়েলিদের বর্বর হামলার কারণে গাজার সাধারণ মানুষ খাদ্যকষ্টে পড়েছেন। তা সত্ত্বেও সেখানে প্রয়োজনীয় খাদ্যপণ্য নিতে দিচ্ছে না ইসরায়েল।
সূত্র: খালিজ টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।