গাজায় মালদ্বীপের অর্থায়নে তৈরি হচ্ছে মসজিদ আল কুদ্দুস

মসজিদ আল কুদ্দুস

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে মালদ্বীপের অর্থায়নে নির্মিতব্য মসজিদ আল কুদ্দুসের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এইড ক্যাম্পেইন (আইএসি)। পূর্ব গাজার তুফাহ শহরে মসজিদ আল-কুদ্দুস অবস্থিত। এটি ফিলিস্তিনের প্রথম মসজিদ, যা মালদ্বীপের সহায়তায় নির্মিত হতে যাচ্ছে।

মসজিদ আল কুদ্দুস

অলাভজনক সংস্থাটি জানিয়েছে যে, মসজিদের কংক্রিটের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মসজিদটি যেখানে অবস্থিত সেটিকে ক্রমাগত ইসরায়েলি বোমা হামলার কারণে বিপদজনক ঘোষণা করা হলেও এখন পর্যন্ত এটির কোনো ক্ষতি হয়নি।

তিন তলা বিশিষ্ট মসজিদটিতে নারী-পুরুষ মিলিয়ে মোট ১১০০ জন মুসল্লি বসার ক্ষমতা থাকবে। সংস্থাটি বলেছে, গাজায় বর্তমান মানবিক সংকটের আগেই মসজিদের অনেক কাজ শেষ হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মানবিক অনুদান হিসেবে মালদ্বীপের সাগর থেকে টুনা মাছের ২০ লাখ ক্যান দান করার ঘোষণা করা হয়। এই সাহায্য ফিলিস্তিনি জনগণের প্রতি মালদ্বীপের অটল সমর্থন ও সংহতির প্রতীক।

রবিবার ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

মালদ্বীপের সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণকে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাদের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টায় কোনো শর্ত ছাড়াই তাদের সমর্থন অব্যাহত রাখবে।