Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন প্রায় ৭৬ হাজার ৮৩৩ জন।
শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৪২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৩ জন আহত হয়েছেন।
গত ছয় মাস ধরে চলা ইসরায়েল-হামাসের এই যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপরই গাজায় গত ছয় মাস ধরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।