গাজায় অনাহারে ২০ জনের মৃত্যু

২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের অভাবে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে তাদের মৃত্যু হয় বলে গতকাল বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০ জনের মৃত্যু

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত অর্ধলক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, ‘গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা নারী ও দীর্ঘদিন অসুস্থরা বেশি ঝুঁকিতে আছে।’

হার্ট অ্যাটাকের অন্তত এক মাস আগে জানান দেয় শরীর

তিনি জানান, গতকাল বুধবার ১৫ বছরের এক কিশোর ও ৭২ বছরের এক বৃদ্ধ পুষ্টি ও পানির অভাবে মারা গেছে। হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। তিনি জাতিসংঘের কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানান।