আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সুড়ঙ্গে পানি ছেড়ে দিতে চায় ইসরায়েল। তাদের লক্ষ্য এতে করে সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাস যোদ্ধারা বাইরে বেরিয়ে আসবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪শ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশির ভাগই বেসামরিক।
সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতারের জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হয় শুক্রবার। এরপর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, হামাসের সুড়ঙ্গের সামনে বড় পানির পাম্প বসিয়েছে ইসরায়েল। তাদের লক্ষ্য সমুদ্রের পানি এই পাম্প দিয়ে সুড়ঙ্গে ছেড়ে দেবে।
নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে অন্তত পাঁচটি এমন বড় পাম্প বসানো হয়ে গেছে। এগুলো প্রতি ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি সরবরাহ করতে পারে।
তবে জিম্মিদের মুক্তির আগে তারা এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে যাবে কি না তা জানা যায়নি। কারণ হামাস জানিয়েছিল তারা জিম্মিদের নিরাপদ স্থানে রেখেছে, সুড়ঙ্গেও রেখেছে।
যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এই পরিকল্পনার কথা নিশ্চিত করেনি।
ওয়াল স্ট্রিটের এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। মার্কিন এক কর্মকর্তা বলেন, ইসরায়েল যদি এমনটা করতে চায় তা হবে এক যৌক্তিক পদক্ষেপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।